হামজার অভিষেকে হাড্ডাহাড্ডি লড়াই, একাধিক মিসে জিতল না কেউই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। পুরো ম্যাচে হামজা দুর্দান্ত খেললেও ফরোয়ার্ডদের ফিনিশিং ব্যর্থতায় জিততে পারেনি বাংলাদেশ। তবে হামজা-তারিকদের জমাট বাধা রক্ষনও ভাঙতে পারেনি ভারতীয় ফুটবলাররা। ফলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।
এদিন জওহরলাল নেহরু স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের অধিকাংশ সময়জুড়ে বাংলাদেশের আধিপত্য। কিক অফের ১৫ সেকেন্ড পরেই সুযোগ হারায় বাংলাদেশ। দারুণ এক সুযোগ পেয়ে অবিশ্বাস্যভাবে তা নষ্ট করেন জনি। শাহরিয়ার ইমন কিক অফের শট নিলেন বল যায় হামজার উদ্দেশ্যে। তিনি বল রিসিভ করেই লং পাস বাড়ালেন বাঁ দিকে। জনি যদিও প্রস্তুত ছিলেন না। প্রায় বাই লাইনে ছুটে গিয়ে গোলকিপার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, জনি ফাঁকায় বল পেয়ে দুরূহ কোণ থেকে বাইরের জাল কাঁপান।
৯ মিনিটে শাকিল আহাদ তপুর ক্রসে শাহরিয়ার ইমন মাথা ঘুরিয়ে হেড নিলেও তা পোস্টের দূর দিয়ে যায়। ১২ মিনিটে বাংলাদেশের সামনে আবারও সুযোগ আসে। গোলকিপার বিশাল কাইত ঠিকমতো গোলকিক নিতে পারেননি। সামনে থাকা শাকিলের পিঠে লেগে চলে যায় বক্সের ভেতরে থাকা হৃদয়ের পায়ে। এই মিডফিল্ডার লক্ষ্যে শট নিলেও শুভাশিষ বোস গোল হতে দেননি।
১৮ মিনিটে রাকিবের কাটব্যাকে কেউ শট নিতে পারেননি। এরপর মোরসালিনের ক্রসে শাহরিয়ার ইমন লাফিয়ে উঠে হেড করেন। তবে তা হয় লক্ষ্যভ্রষ্ট। যার কারণে ডেডলক খোলেনি।
২১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এই ম্যাচে অধিনায়কত্ব করা তপু বর্মণ। তার জায়গায় নামেন রহমত মিয়া। ফ্রি কিক থেকে লিস্টন কোলাসোর শট হৃদয় হেড দিয়ে ক্লিয়ার করতে গিয়ে আর একটু হলেই নিজেদের পোস্টে জড়িয়ে দিচ্ছিলেন!
২৮ মিনিটে প্রথমবার লক্ষ্যে বল রাখে ভারত। কিন্তু কোলাসোর সহজ-সরল শট মিতুলের তালুবন্দি করতে সমস্যা হয়নি।
দুই মিনিট পর ভারত প্রায় গোল পেয়েই যাচ্ছিল। কোলাসোর ক্রসে উদান্তা সিংয়ের হেড গোললাইন থেকে ক্লিয়ার করেন শাকিল। ফিরতি বলে ফারুক চৌধুরীর দুর্বল শট মিতুল তালুবন্দি করেন।
৪১ মিনিটে বাংলাদেশ আবারও আক্রমণে। তবে এবারও সুযোগ নষ্ট করেন জনি। মাঝ মাঠ থেকে শাহরিয়ার ইমনের হেড পাস থেকে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন জনি। সামনে শুধু স্বাগতিকদের গোলকিপার। কিন্তু জনি আগুয়ান গোলকিপারের সামনে থেকে পোস্টে আর শট নিতে পারেননি। গোলকিপার কাইত ক্লিয়ার করলেন অনায়াসে।
বিরতি পর স্বাগতিকরা ম্যাচের লাগাম মুঠোতে নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশকে বরং এই অর্ধে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে।৫৫ মিনিটে রহমতকে কাটিয়ে লিস্টন কোলাসোর ক্রসে সুনীল ছেত্রী লাফিয়ে উঠেও অল্পের জন্য হেড করতে পারেননি। পারলে হয়তো গোল হতে পারতো।
৬২ মিনিটে দুটো পরিবর্তন। ফয়সাল আহমেদ ফাহিম ও চন্দন রায় নামেন। মাঠ ছাড়েন শাহরিয়ার ইমন ও মজিবর রহমান জনি। ৬৮ মিনিটে বক্সের বাইরে থেকে শুভাশিস বোসের জোরালো শট ক্রস বারের ওপর দিয়ে যায়। চার মিনিট পর ভারতের আরও একটি প্রচেষ্টা পোস্টের বাইরে দিয়ে যায়।
৭৪ মিনিটে বাংলাদেশ বলার মতো সুযোগ পায়। রাকিবের ক্রসে ফাহিমের চেষ্টা অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। ৭৭ মিনিটে বাংলাদেশের একাদশে আবারও পরিবর্তন। সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা মাঠে নামেন। হৃদয় ও মোরসালিন মাঠ ছাড়েন।
শেষ দিকে এসে সুনীল ছেত্রীর হেড লক্ষ্যভ্রস্ট হলে বেঁচে যায় বাংলাদেশ। এরপরই মাঠ ছাড়েন স্বাগতিকদের বড় তারকা। তবে এক মিনিট আগে রহমতে লম্বা থ্রো-ইন থেকে ফাহিমের শট গোলকিপার কোনমতে রুখে দেন। আর যোগ করা সময়ে রাকিবের শট ক্রস বারের ওপর দিয়ে গেলে চূড়ান্ত হতাশ হতে হয়।
অন্যদিকে ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে হংকং ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটিও ড্র হয়েছে। ফলে প্রথম ম্যাচ শেষে গ্রুপের চার দলেরই অর্জন সমান ১ পয়েন্ট।
জনতার আওয়াজ/আ আ
