হাসপাতালে এক সমন্বয়ক পরিচয়দানকারী সহ দুই দালাল আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৮, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসপাতালে এক সমন্বয়ক পরিচয়দানকারী সহ দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটির খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে অভিযান চালিয়ে এক সমন্বয়ক পরিচয় দানকারীসহ দুই দালালকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (৯ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকরা হলেন, ইকবাল আর সমন্বয়ক পরিচয়দানকারী জিদান।
এদিকে আটকের পর পুলিশের গাড়িতে উঠে সমন্বয়ক পরিচয়দানকারী জিদান চিৎকার করে বলেন, আমি সমন্বয়ক, আমি আন্দোলন করেছি। আমাকে ধরে নিয়ে যাচ্ছে।
হাসপাতালের স্টাফসহ স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে এই জিদান গত ৬/৭ মাস ধরে হাসপাতালে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছিলেন। এর মাঝে কেউ প্রতিবাদ করতে গেলে তাকে বদলি করার হুমকি দেয়া হতো।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আবুল বাশার জানান, জিদান নামে একজন নিজেকে ছাত্রদের প্রতিনিধি দাবি করে এখানে থাকতো আর আরেকজনকেও ধরেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শোনা গেছে।
নারায়ণগঞ্জ সদও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, সেনাবাহিনীর অভিযানে খানপুর হাসপাতাল এলাকা থেকে দুই দালালকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ