হাসপাতালে ভালো আছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ারে চিকিৎসাধীন আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২২ মে এ হাসপাতালে ভর্তি হন তিনি।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মির্জা ফখরুলকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
মির্জা ফখরুলের সাথে দেখা করার পর ডা. রফিকুল ইসলাম বলেন, মহাসচিবের কাশি ও জ্বর ছিল। এখন জ্বর কমলেও কাশি ও শারীরিক দুর্বলতা আছে। তবে তিনি মোটামুটি ভালো আছেন।
চিকিৎসকের পরামর্শে মির্জা ফখরুলের প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানান তিনি।
উল্লেখ, এর আগে দু‘বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।
জনতার আওয়াজ/আ আ
