হাসিনাকে খুঁজে এনে অবশ্যই প্রাপ্য শাস্তি দেওয়া হবে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি
‘অন্তর্বর্তীকালীন সরকার হোক বা পরবর্তী যে সরকারই আসুক না কেন আমাদের প্রধান কাজ হবে শেখ হাসিনাকে দেশে এনে তাকে তার প্রাপ্য শাস্তির আওতায় আনা। এর জন্য অবশ্যই বৈদেশিক চাপ প্রয়োগ করতে হবে।‘
শনিবার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) কতৃক আয়োজিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার এসব কথা বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
সেমিনারটির সভাপতিত্ব করেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রশিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ
প্রেস সচিব আরো বলেন, যে যে রাজনৈতিক সংগঠন আছে তারা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা এবং সমালোচনা করবে। কারণ আমাদের জানতে হবে, আমরা কেমন দেশ পেতে যাচ্ছি। এজন্য অবশ্যই আমাদের জানতে হবে দেশের অবস্থা। একটা ভঙ্গুর দেশ থেকে দেশটাকে সুগঠিত করতে অবশ্যই সবারই এগিয়ে আসতে হবে।
এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম এয়াকুব আলী, প্রফেসর ড. মোহাম্মদ জাহাংগীর আলম-সহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।
জনতার আওয়াজ/আ আ
