হোয়াটসঅ্যাপেই ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি, জেনে নিন উপায়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট চ্যাটজিপিটি উন্মুক্ত করে। প্রযুক্তি দুনিয়ায় হইচই ফেলে দেওয়া চ্যাটজিপিটি সম্পর্কে মানুষের আগ্রহও বাড়তে থাকে। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এতদিন অধরা স্বপ্নের মতোই ছিল চ্যাটজিপিটি। এখন খুশির খবর হলো হোয়াটসঅ্যাপেও এই এআই বট ব্যবহার করা যাবে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করবেন…
জিন্নি এআই ব্যবহার করে চ্যাটজিপিটি
আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে চ্যাটজিপিটি ব্যবহার করতে হলে প্রথমেই চ্যাটজিপিটি চালিত হোয়াটসঅ্যাপ বট জিন্নি ব্যবহার করতে হবে। এই জিন্নি এআই ম্যাসেজিং অ্যাপটির সঙ্গে সন্নিবেশিত হবে। এখন দেখা যাক, এটি কীভাবে কাজ করে। মোবাইলের ক্ষেত্রে আস্ক জিন্নি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এরপর Launch WhatsApp বাটনে ক্লিক করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ নিজে নিজে ওপেন হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ ওপেনের ক্ষেত্রে অনুমতি চাইলে ওপেন বাটনে ক্লিক করতে হবে। এখন হোয়াটসঅ্যাপ নিজে নিজেই জিন্নি চ্যাট স্ক্রিন ওপেন করবে। এখানে শুধু ‘হ্যালো’ লিখলেই হবে। সঙ্গে সঙ্গেই জবাব পাওয়া যাবে।
আর এভাবেই হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা যাবে কোনো রকম সমস্যা ছাড়াই। তবে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির ব্যবহার বিনে পয়সায় নয়; শুরুতে মাত্র ১০টি ফ্রি মেসেজ দেওয়া হবে। এরপর মাসে ৫ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে সাবসক্রিপশন কিনতে হবে।
শ্মুজ এআইয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার
শ্মুজ এআইয়ের মাধ্যমেও হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়। এটি মূলত একটি ওয়েবসাইট যা মধ্যস্থাকারীর ভূমিকা থেকে জিপিটি-৩ কে সমন্বিত করে। নিচের ধাপগুলো অনুসরণ করে শ্মুজের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়।
মোবাইলের ক্ষেত্রে শ্মুজের এআই ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘Start Shmoozing’ বাটনে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। এরপর ‘Continue to chat’ লেখা বাটনে ক্লিক করলে সরাসরি চ্যাটস্ক্রিনে নিয়ে যাওয়া হবে। মেসেজ বক্সে একটি অটো-টাইপ বার্তা পাওয়া যাবে। এই বার্তাটি সেন্ড করলেই বটটি ব্যবহারের জন্য প্রস্তুত হবে।
তারপর চ্যাটজিপিটির মতো করেই হোয়াটসঅ্যাপে শ্মুজ এআইয়ে কথা বলা যাবে। শ্মুজ এআইও একটি পেইড সার্ভিস। প্রতি মাসে ৯ দশমিক ৯৯ ডলার করে অর্থ পরিশোধ করতে হবে।
এ ছাড়া আরও কিছু চ্যাটজিপিটি হোয়াটসঅ্যাপ বট রয়েছে। যেমন মোবাইলজিপিটি ও হোয়াটজিপিটি। তবে মনে রাখতে হবে এই বটগুলোর চাহিদা অনেক এবং বিনা নোটিশেই তা অফলাইনে চলে যেতে পারে অথবা ধীর গতির হয়ে পড়তে পারে।
জনতার আওয়াজ/আ আ
