১২ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা – জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪১, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১২ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ২:১১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকার পতনের এক দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুগপৎ আন্দোলন সঙ্গী ১২ দলীয় জোট।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোট সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা জানান, সরকার পতনের দাবিতে ২১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর রাজধানীসহ সারাদেশে ৬টি কর্মসূচি পালন করা হবে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১২ দলীয় জোটের সভায় সর্বসম্মতভাবে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে এহসানুল হুদা জানান, ২১ সেপ্টেম্বর সিলেট জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। ২২ সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও একই জায়গায় ২৯ সেপ্টেম্বর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। পরে ২ অক্টোবর ঢাকায় খিলগাঁও জোড়া পুকুর মাঠের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ৩ অক্টোবর কুমিল্লা মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। ৩ অক্টোবর চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ