১২ দলীয় জোটের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
১২ দলীয় জোটের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামান হায়দারের নেতৃত্বে প্রতিনিধি লিয়াজোঁ কমিটি বৈঠক শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত আছেন।
জনতার আওয়াজ/আ আ
