২৫০ রানের লড়াকু পুঁজি বাংলাদেশের – জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৩, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৫০ রানের লড়াকু পুঁজি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ। এ ম্যাচে মুশফিকুর রহিমের ৪৪তম ফিফটিতে লড়াকু পুঁজি পেয়েছে টিম টাইগার্স।

মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এ ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫০ রান করে টাইগাররা। এতে জেতার জন্য ২৫১ রান প্রয়োজন স্বাগতিক আইরিশদের।

এর আগে ইংল্যান্ডের চেমসফোর্ডে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামে তামিম ইকবাল ও লিটন দাস। ম্যাচের শুরুতেই জশ লিটলের মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। তার করা ইনসুইঙ্গার বোঝার আগেই সাজঘরে ফেরেন এ ব্যাটার।

এরপর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন তামিম। তবে ভালো শুরু করেও সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক। মার্ক আদাইরের বলে আইরিশ উইকেটরক্ষক লরকান টাকারের তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ১৯ বলে ১৪ রান করেন এ বাঁহাতি ব্যাটার।

বাইশ গজে এসেই ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেন সাকিব আল হাসান। তবে আশা জাগিয়েও হিউমের বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে চার বাউন্ডারিতে ২১ রান করেন এ বাঁহাতি ব্যাটার।

হৃদয়-নাজমুলের ব্যাটে সুবাতাস পাচ্ছিল বাংলাদেশ। তবে ফিফটির কাছে গিয়ে কার্টিস ক্যাম্ফারের বলে মার্ক আদাইরের তালুবন্দী হন নাজমুল। ৬৬ বলে ৪৪ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

এরপর বাইশ গজে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়কে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন মুশফিকুর রহিম। কিন্তু ২৭ রানেই হিউমের বলে আউট হন হৃদয়।

৩২ ওভারে ক্যাম্ফারের লেন্থ বলে পয়েন্টে খেলতে গিয়ে হ্যারি টেক্টরের হাতে ক্যাচ তুলে দেন মুশি। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেন এ আইরিশ ক্রিকেটার। মূলত ১৮ রানে জীবন পেয়েই দারুণ ব্যাট করছেন মিস্টার ডিপেন্ডবল।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে বাংলাদেশ। তবে আইরিশ বোলাদের চোখে চোখ রাঙিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিক।

আয়ারল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেছেন জশ লিটল। এছাড়া গ্রাহাম হিউম দুটি ও একটি করে উইকেট পেয়েছেন মার্ক আদাইর, কার্টিস ক্যাম্ফার ও জর্জ ডকরেল।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ