২৫ জানুয়ারি মহানগর ও জেলায় সমাবেশ করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ

২৫ জানুয়ারি মহানগর ও জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৬ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আয়োজিত সমাবেশ শেষে ও মিছিল পূর্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা দেন।
মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং ১০ দফা দাবি আদায়ে সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে আগামী ২৫ জানুয়ারি সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।’
জনতার আওয়াজ/আ আ
