২৯ আগস্ট “রোড মার্চ ফর ডেমোক্রেসি ” সফল করুন : লন্ডন মহানগর বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ

দফা এক দাবি এক ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির ২৯শে আগস্ট ঐতিহাসিক হাইড পার্ক কর্নার থেকে রোড মার্চ ফর ডেমোক্রেসি সফলের লক্ষে লন্ডন মহানগর বিএনপির প্রস্তুতি সভায় গতকাল ২৩ আগস্ট বুধবার একটি রেস্টুরেন্টে লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সস্পাদক কয়ছর এম আহমদ. বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব,
প্রধান অতিথি কয়সর এম আহমেদ তার বক্তব্যে বলেন অবৈধ হাসিনার পতনের লক্ষ্যে সারা বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে তাই আমরা এই প্রবাসী হিসেবে বাংলাদেশের এই আহ্বানে সাড়া যুক্তরাজ্যে এই রোড মার্চ ডেমোক্রেসি ঘোষণা করেছি এই কর্মসূচি কে সফল করার জন্য কমিউনিটিসহ সকল দল-মত নির্বিশেষে মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল কদ্দুস. সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ ,সহ-সভাপতি আব্দুর রব. সহ-সভাপতি কদর উদ্দিন. সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ , যুগ্ম-সাধারণ সম্পাদক রোমান আহমেদ চৌধুরী. সোহেল শরীফ মোহাম্মদ করিম . মাহবুব হাসান সাকিব. সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর . সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, সোহেল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন মৃধা. বিএনপি নেতা মাস্টার নুরুল ইসলাম মধু মিয়া. আবু ছাদিক হাওলার আব্দুস সালাম বেপারী. শরিফুল ইসলাম তুহিন. আছাব আলী. মোঃ নুরুল ইসলাম তোতা মাস্টার. সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুল হক সাকুর. সহ আইন বিষয়ক সস্পাদক মোঃ শাহনেওয়াজ.ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ , সহ-যুব বিষয়ক সম্পাদক জমির আলী. সহ-তথ্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ. সহ মহিলা বিষয়ক সম্পাদক আসমা জাম্মান. পশিক্ষন বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম. শিল্প বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন. বিএনপি নেতা রানা আহমেদ সোহেল, শেখ খালেদ আহমদ মিনহাজ. মোঃ শমসের আকবীর পলাশ. আরিফুল ইসলাম উজ্জল. মুজিবুর রহমান. কাজী মুনীর হাসান. হাওলদার শাহীন মাহমুদ. আব্দুল হক শাওন. হালিমুল ইসলাম হালিম. হাসিব আলম. সেলিম আহমদ. আঃ সালাম. মো: আশরাফুল আলম, মো: তারেক উদ্দিন.রাজিব আহমদ. আমির হোসেন. শেরওয়ান আলী. মোঃ ফজল আহমদ. আলী উজ্জল. মোঃ আকছার আহমদ. জামাল হোসেন. হাসান আহমদ.আশিক আহমদ. মোঃ রফিক. সাহেদ আহমদ. বাচ্চু মিয়া. আরাফাত রহমান. মো পারভেজ মিয়া সুজা. কামাল হোসেন. মোঃ শায়েক আহমদ. গাজী রফিক. তানিম আহমদ. মোঃ মাসুম. মোঃ আশিক মিয়া. মোশরফ হোসেন সোহাগ. ইকবাল হোসেন. মোঃ মিজানুর রহমান. এম আশরাফ উদিদন. সুয়েব আহমেদ.মোঃ আনিসুর রহমান. রাসেল আহমদ. আলিফ সরকার. এডঃ অলিউর রহমান. জাকির খান. মিনহাজ আহমদ. মোঃ বিপ্লব মাহামুদ. আবুল কমর মোহাম্মদ খালেদ. মোঃ নাজমুল হোসেন সোহাগ. মোঃ রাকিব. জাহাঙ্গীর খান. মোঃ আসিফ সরকার. মোঃ কবির হোসেন. মামুদ পারভেজ. ফয়রল ইসলাম. আবুরকর আরিফ. মোঃ নাসির উদিদন.রোহান তারিক. ফরহাদ আহমদ. সাইফুর রহমান. জাহিদুল ইসলাম. তানভীর আহমদ.মনির হোসেন. এম আশরাফ উদিদন. মিজানুর রহমান খান, আব্দুল্লাহ আল মামুন. আবু সুফিয়ান. কাজী কাউসার আলম. শেখ আসলাম শামীম. ফাহিদুল আলম. মোঃ জাকির হোসেন.প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ
