৩১ দফা সময়ের প্রয়োজনে এখন মুক্তির সনদ: বদরুজ্জামান সেলিম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪০, রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩১ দফা সময়ের প্রয়োজনে এখন মুক্তির সনদ: বদরুজ্জামান সেলিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, ৫ আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। বিগত পতিত সরকার সর্বক্ষেত্রে দেশকে ধ্বংস, অর্থনীতি পঙ্গু করে ভারত নির্ভরশীল দেশে পরিণত করেছিল, দেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে। সময়ের প্রয়োজনে যা আজ জাতির মুক্তির সনদে পরিণত হয়েছে। তিনি এই কর্মসূচি তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিগত ১৭ বছর বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্বাতন নিপীড়ন চালানো হয়েছে। যার কারণে আজ দেশে ৫ আগস্ট তৈরি হয়েছে।

তিনি শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুম্মা দরবস্ত বাজারে জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ও ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ, আনসারসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ আবুল খয়ের।

জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কে সুহেল আহমদ ও এমসি কলেজ ছাত্রদল নেতা বদরুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিয়াউল আলম আলাল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ফরহাদুজ্জামান ফাহাদ, ৪নং দরবস্ত ইউপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঈন উদ্দিন, ৪নং দরবস্ত ইউপি যুবদলের সাধারণ সম্পাদক নুরুল হক, ৪নং দরবস্ত ইউপি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, জৈন্তা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল আশরাফ।

আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা বদরুল ইসলাম, এনামুর রহমান, নাজিমউদ্দীন, ছাত্রদল নেতা এম আর মামুন, কামরুল ইসলাম, রেজওয়ান আহমদ, জুনেদুর রহমান, সালেহ আহমদ, কিবরিয়া আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখত

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ