৪০ লাখ শ্রমিক পাবেন টিসিবির পণ্য: শ্রম উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৯, বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪০ লাখ শ্রমিক পাবেন টিসিবির পণ্য: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

অক্টোবরের শুরু থেকে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া। এ কার্যক্রমের আওতায় ৪০ লাখ শ্রমিককে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য দেবে সরকার।

রবিবার (২৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত শ্রম কল্যাণ তহবিলে প্রদত্ত লভ্যাংশের নির্ধারিত অংশের চেক গ্রহণ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এসব তথ্য জানান।

ঢাকার সাভারের আশুলিয়া এলাকার একটি গার্মেন্টস কারখানায় শ্রমিকদের মাঝে টিসিবির পণ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন শ্রম উপদেষ্টা। পর্যায়ক্রমে দেশের সব গার্মেন্টস শ্রমিকের জন্য কম দামে টিসিবির পণ্য দেওয়ার ব্যবস্থা করা হবে। এ ছাড়া গার্মেন্টস শ্রমিকদের রেশনের আওতায় আনার কাজ শুরু করেছে শ্রম মন্ত্রণালয়।

উপদেষ্টা সজীব ভূঁইয়া বলেন, শ্রমিকদের জন্য যে একটি শ্রম কল্যাণ তহবিল আছে তা অধিকাংশ শ্রমিকই জানেন না। কিভাবে এই তহবিলে আবেদন করতে হয়, কিভাবে অর্থপ্রাপ্তি হয় এই সম্পর্কে শ্রমিকদের সুস্পষ্ট ধারণা নেই। আমরা এই তহবিলের অর্থ স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে শ্রমিকদের পৌঁছে দিতে চাই।

উপদেষ্টা বলেন, যেসব ব্যাবসায়িক প্রতিষ্ঠান এই তহবিলে অর্থ দেবে না তাদেরও এই তহবিলে অন্তর্ভুক্ত করা হবে। সব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার কাজ করা হচ্ছে। আমরা শ্রমিকদের সার্বিক উন্নয়নে কাজ করছি এবং সামনের দিনেও তা অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান, গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেন, গ্রামীণফোনের হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড কালচার মোহাম্মদ আওলাদ হোসেন, কম্পেন্সেশন অ্যান্ড বেনিফিটস প্রধান মোহাম্মদ খালেদ মৃধা, সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মুহাম্মদ তাওহীদুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২৪ কোটি ৪৪ লাখ টাকা জমা দেয় দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ