৬ মাস জেলে, ৬ মাস পলাতক থাকেন বাবা : সোহেলের মেয়ে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, এপ্রিল ৫, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ৫, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
১২ মাসে যদি একটা বছর হয়, ৬ মাসই বাবা হয় পলাতক থাকছে, ৬ মাস জেলে থাকছে। কোনো বিশেষ দিন বলে আমাদের কিছু নাই’- বাবাকে কাছে না পাওয়ার কষ্ট থেকে কথাগুলো বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বড় মেয়ে জান্নাতুল ইলমী সূচনা। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি নেতা হাবিব।
আজ বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে সোহেলের বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। মঈন খান বিএনপির এই নেতার স্ত্রী ও সন্তানদের সান্ত্বনা দেন এবং পরিবারের খোঁজখবর নেন।
এ সময় সোহেলের মেয়ে সূচনা সাংবাদিকদের আরও বলেন, ‘৪৯০টিরও বেশি মিথ্যা মামলায় আমার বাবা কারাবন্দি রয়েছেন। সর্বোচ্চ রাজনৈতিক মামলার বোঝাটা উনি টানছেন। কতবার জেলে গিয়েছেন, সেই হিসাব রাখতে রাখতেও আমরা একসময় ক্লান্ত হয়ে গেছি। এখন আর হিসাব রাখাটাও সম্ভব হয় না।’
ঈদের আনন্দ বলে তাদের কিছু নেই উল্লেখ করে সূচনা বলেন, ‘স্বাভাবিকভাবে কাটানোর মতো একটা দিনের স্বপ্ন দেখি প্রতিদিন। ঈদ আসছে। কিন্তু আমাদের আসলে ঈদ নাই। আমাদের কোনো বিশেষ দিন নাই।’