অভিশঙ্কা : জাফর পাঠান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৭, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অভিশঙ্কা : জাফর পাঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ

 

চক্ষু বুজলেই দেখি-

অগণন উল্কাপিন্ড- ধাবমান- ধরিত্রীর বুকে

সহস্র সূর্যসম অনল- কেউ বুঝি দিলো ফুঁকে !

কান পাতলেই শুনি-

ভূগর্ভের প্লেটচ্যুতির- যত ভীতিকর হুঙ্কার

এই বুঝি দিলো ঢেলে অতল নিশাত অন্ধকার।

অলস মনে কখনো-

ভাবুক পাহাড়ে হেলান দিয়ে চোখে আসলে ঘুম

দেখি সাগর বুকে- উত্তরঙ্গ- ফণা তোলার ধুম।

নির্জনে একাকী বসে-

অণুচিন্তনে দিয়ে ডুব- অনুভবে যদি হারাই

ভয়ে জড়সড় ভিন্ন এক মেদিনী দেখতে পাই।

আমি অভিশঙ্কায় ভুগি-

অপমৃতদের লহু জমে- হচ্ছে যে অষ্টমাকাশ

ভেঙ্গে পড়ে কখন জানি কি হয়, ঘটে সর্বনাশ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ