বাংলাদেশের রাজনীতির গতিপথ গণতন্ত্র না ফ্যাসিবাদ? - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের রাজনীতির গতিপথ গণতন্ত্র না ফ্যাসিবাদ?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ

 

নজীর হোসেইন

১ ৷ নিদারুন উৎকন্ঠার ভবিষ্যতের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ৷ গণতন্ত্র ও ফ্যাসিবাদের মধ্যে চরম লড়াই রাজপথ উত্তপ্ত করে রেখেছে ৷ বাংলাদেশে গণতন্ত্রপন্থিরা শান্তিপূর্ণভাবে সংবিধানের ৩০ থেকে ৪২ অনুচ্ছেদে অর্পিত ক্ষমতার আওতায় আন্দোলন সংগ্রাম পরিচালনা করছেন ৷
২ ৷ আন্দোলনের রূপ হলো —
ক। ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভা, উপজেলা, জেলা সদর থেকে বিভাগীয় শহর পর্যন্ত সভা-সমাবেশ, জনসভা, মিছিল, বিক্ষোভ, পথযাত্রাসহ নানা জনবান্ধব কর্মসূচি চলছে। এইছাড়া সেমিনার, ,আলোচনাসভা, সংবাদ সম্মেলন, মিডিয়াসেলের প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক গঠনমূলক ব্যবহার, আইন আদালতের মাধ্যমে প্রশাসনিক নির্যাতনের প্রতিকারের চেষ্টা ৷
খ৷ এককেন্দ্রিক বিশ্বের পাওয়ার হাউজগুলিকে আওয়ামী ফ্যাসিবাদের জনগণের উপর নির্যাতন-নিপিড়ন -মামলা-হামলা-গুম-খুন ও ডিজিটাল নিপিড়ন ইত্যাকার ফ্যাসিবাদী আচরণ অবহিত করন৷ পৃথিবীতে গণতন্ত্র রক্ষার পক্ষে যারা কাজ করছেন তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিরোধী জোট গঠনে ঐক্যবদ্ধ হওয়া ৷
গ। দেশের রাজনৈতিক শক্তির ভারসাম্য বিবেচনায় ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে যুগপৎ আন্দোলন কৌশলে রাজপথে সমাবেশ গঠানো ৷
ঘ। চরম লক্ষ্য আওয়ামী পার্লামেন্ট, সরকার ও নির্বাচন কমশনের পদত্যাগ ৷ নির্দলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ৷
লক্ষ্য অর্জনে রাজপথে গণজাগরণ
৩ ৷ গণতন্ত্রের পতাকা হাতে রাজপথে দেশনায়ক তারেক রহমান
ক। রাষ্ট্রের শাসন ব্যবস্থার এখন পর্যন্ত বিশ্বে উত্তম রূপটি হলো ওয়েস্ট মিনিস্টার টাইপ অব ডেমোক্রেসি ৷ গণতন্ত্রের এই রূপটি হরণ করে এক চরম বুর্জোয়া পুঁজিবাদী সংকটের উদ্ভব ঘটিয়েছে আওয়ামী লীগ ৷ দেশে জাতীয় পুঁজির বিকাশ না ঘটে লুটেরা মুৎসুদ্দি পুঁজির বিকাশ ঘটেছে ৷
খ। ভোটারবিহীন ভয়ভীতির নির্বাচন, দিনের ভোট রাতে করা, রাষ্টযন্ত্র ছাত্রলীগ কর্মী নিয়োগ করে দখল করা ,নির্বাচন কমিশনের কৌশলী দলীয়করণ, আওয়ামী লীগের আমলা নির্ভর দলে রূপান্তর ,সংবিধানের চতুর্থ ও পঞ্চদশ সংশোধনী, সংবিধানের ওয়েস্ট মিনিস্টার চরিত্র একেবারে বিনষ্ট করণ, মুৎসুদ্দি পুঁজির আওয়ামী নীতি নির্ধারণে অনুপ্রবেশের ফলে সম্পদের লুট এবং পুঁজির অন্যদেশে পাচার রাষ্ট্রীয় অর্থনীতিকে বেহাল করে দিয়েছে

গ। বিদেশী ঋণ ও এলসির দায় পরাশোধ,জ্বালানি পণ্যের খরচ জোগান, রাষ্ট্রীয় ভর্তুকির টাকা ছাড়, ইত্যাদির খরচ জোগাতেই দেউলিয়া হবে সরকার ৷ ইতোমধ্যে বিনামূল্যে সময়মত বই সরবরাহে ব্যর্থ হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ৷ সামাজিক নিরাপত্তা খাতে বাজেটের অর্থ কি সরকারের কোষাগারে জমা হয়েছে? বিশ্ব ব্যাংকের ও আইএমএফ’র শর্তের চাপে কৃষি ও জ্বালানি খাতের ভর্তুকি কমে আসবে, ফলে অসহায় হবে আমাদের জাতীয় অর্থনীতির মেরুদণ্ড কৃষিখাত ৷ খাদ্য সংকটে পড়তে পারে বাংলাদেশ ৷ মূল্যস্ফীতি হবে আকাশচুম্বী ৷ ভোগ্যপণ্যের আকাশচুম্বী চাপে ভর্তা হবে জনগণ ৷ জনগণের সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে দাঁড়াতে বাধ্য হবেন ৷
ঘ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যে ভূমণ্ডলীয় জ্বালানি সংকট তৈরী হয়েছে তার ফলে সবচেয়ে বেশী সংকটে পড়বে আমাদের গারর্মেন্টস পণ্যের বড় ক্রেতা পশ্চিম ইউরোপ ৷ মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতা কমবে পশ্চিমাদের ৷ এর সাথে সংকুচিত হবে আমাদের গার্মেন্টস পণ্যের বাজার ৷ সংকুচিত হবে গারমেন্টস উৎপাদন ৷ অস্থির হবে শ্রম বাজার ৷ মাঠে নামবে শ্রমজীবীরা ৷ বিদেশী ঋণ পরিশোধ শুরু ও রপ্তানি আয় কমে যাওয়ায় সংকটে পরবে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৷
ঙ। ওয়েস্ট মিনিস্টার টাইপ অব ডেমোক্রেসি যে পতাকা হাতে নিয়ে আওয়ামী লীগের যাত্রা শুরু করেছিলো এবং এক রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৭২-এর সংবিধান অর্জিত হলো, সেই সংবিধানকে ১৭ বার কাটছাট হওয়ার ফলে দেশের লক্ষ লক্ষ মানুষ মিছিল করে বলছে ‘ভোট ও ভাতের অধিকার চাই’৷ চতুর্থ সংশোধনীর ধারাবাহিকতায় পঞ্চদশ সংশোধনীর কুফল রোধ করতে দেশের গণতন্ত্রকামী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী জনগণ গণতন্ত্রের পতাকাটি শহিদ জিয়া ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন ৷
৪ ৷ দেশনায়ক তারেক রহমানের শান্তিপূর্ণপন্থায় গণজাগরণ এবং ‘বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’ স্লোগানে কৌশলি আন্দোলন দর্শন জনগণের মধ্যে যে অভূতপূর্ব সাড়া জাগিয়েছে তা গণতন্ত্রের বিজয়কে অবশ্যম্ভাবী করে তুলবে ৷
৫৷ দেশনায়ক তারেক রহমান অসাধারণ সাংগঠনিক দক্ষতা ও প্রাজ্ঞ রাজনৈতক প্রজ্ঞা দেশের গণতন্ত্রকামী জনগণকে গণতন্ত্রের লড়াইয়ে একসুতায় গাটতে সক্ষম হয়েছেন ৷ আন্দোলন ও সংগঠন করার সামর্থ প্রদর্শন করেছেন ৷
আপনাকে এখনই বলতে হবে কোন পক্ষে আপনি?
গণতন্ত্র না ফ্যাসিবাদের?

লেখক সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ ১

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ