গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ

 

গাজার খান ইউনিসের আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় চিকিৎসকদের বরাতে এই তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে ১৪ শিশু রয়েছে, যারা বোমা হামলার ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। এছাড়া, নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪২,৮৪৭ জনে পৌঁছেছে, এবং আহতের সংখ্যা এক লাখেরও বেশি।

হামলার পর গাজার নাসের হাসপাতালে প্রচুর মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে, এবং অনেক পরিবারকে মরদেহ দাফনের জন্য নিয়ে যেতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ