ধর্ষণ জঘন্য অপরাধ, যথাযথ নামেই ডাকা উচিত: প্রধান উপদেষ্টার কার্যালয়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১৭, ২০২৫ ১:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১৭, ২০২৫ ১:৫২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ করে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানিয়েছে সরকার।
রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ধর্ষণ ধর্ষণই, সেটি যার বিরুদ্ধেই হোক; ৮ বছর বয়সী শিশু কিংবা ৮০ বছর বয়সী বৃদ্ধা।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের জঘন্য অপরাধকে তার যথাযথ নাম দিয়ে ডাকা উচিত। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না।
গতকাল শনিবার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধনী নিয়ে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার ওই বক্তব্য দিয়েছিলেন।
জনতার আওয়াজ/আ আ
