বন্যার্তদের ৩০ লাখ টাকার অনুদান দিল যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সোসাইটি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যার্তদের ৩০ লাখ টাকার অনুদান দিল যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ২:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ২:০৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রাথমিকভাবে নিজস্ব তহবিল থেকে ৩০ লাখ টাকা বাংলাদেশের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইন্ক।

শুক্রবার (৩০ আগস্ট) এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হুদার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অনুদান হস্তান্তর করা হয়।

এ সময় সোসাইটির নেতারা নিজস্ব তহবিল ছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে বৃহৎ তহবিল সংগ্রহের ঘোষণা দেন।

‘বন্যায় ক্ষতিগ্রস্ত প্রিয় বাংলাদেশের স্বজনদের জন্য অনুদান’ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী কনসাল জেনারেলের হাতে অনুদান তুলে দেন। এ সময় বোর্ড অফ ট্রাস্টি ও কার্যকরী পরিষদের সদস্য ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় সোসাইটির সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের কমিউনিটির কাছে আহ্বান জানান, সোসাইটির এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অথবা ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্ত নিজ নিজ এলাকার দুর্গত মানুষের পাশে থাকার। এ ছাড়াও সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠনকে নিয়ে ক্ষতিগ্রস্ত আমাদের এই স্বজনদের সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

এর আগে গত সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে জরুরি যৌথ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় সভায় বোর্ড অব ট্রাস্টির সদস্যসহ কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সবার মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে প্রাথমিকভাবে ৩০ লাখ টাকা সোসাইটির তহবিল থেকে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া আরও বৃহৎ পরিসরে তহবিল গঠনের লক্ষ্যে প্রবাসীদের কাছে সহযোগিতার আহ্বান করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়, সেখানে সোসাইটির কার্যকরী পরিষদ, বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনসহ সাবেক কর্মকর্তা এবং সাধারণ প্রবাসীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করা হবে যা বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ