বিশ্ব জুড়ে হানা দিতে চলেছে আরো ‘মারাত্মক’ মহামারী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্ব জুড়ে হানা দিতে চলেছে আরো ‘মারাত্মক’ মহামারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ

 

সাবধান। করোনার থেকেও ‘মারাত্মক’ মহামারী থাবা বসাতে পারে পৃথিবীর বুকে। পরবর্তী মহামারীর জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে বিশ্ববাসীকে। সতর্কতা জারি করে এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধানম গেব্রিয়েসাস।

মঙ্গলবার ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দেন গেব্রিয়েসাস। সেখানেই একটি রিপোর্ট পেশ করে তিনি এই মন্তব্য করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের কথায়, ‘বিশ্ব জুড়ে কোভিডের প্রকোপ শেষ হয়ে গেছে বলে মনে হলেও তা নয়। কোভিডের আর একটি উপরূপ হানা দেয়ার আশঙ্কা রয়ে গেছে। যা রোগী এবং মৃত্যুর সংখ্যা অনেক বাড়িয়ে দেবে। এ ছাড়াও কোভিডের থেকে আরো মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।’

কোভিড মহামারী শেষ হয়ে গেছে ভেবে বিশ্ববাসীকে এখনই নিশ্চিন্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন গেব্রিয়েসাস। সাধারণ মানুষকে সুস্বাস্থ্যের দিকে নজর রাখার এবং সাবধান থাকার বার্তাও তিনি দিয়েছেন।

তিনি বলেন, ‘কোভিড নিয়ে এখনই নিশ্চিন্ত হবেন না। কোভিড মহামারী একমাত্র আশঙ্কার কারণ নয়। সব রকম পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। খুব শিগগিরই পরবর্তী মহামারী হানা দিতে চলেছে। তখন আমাদের সকলকে সম্মিলিতভাবে সেই মহামারী মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।’
সূত্র : আনন্দবাজার

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com