হাতকড়া পরিহিত শিশুর ছবি ভাইরাল, জানা গেল প্রকৃত ঘটনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাতকড়া পরিহিত শিশুর ছবি ভাইরাল, জানা গেল প্রকৃত ঘটনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সম্প্রতি ৫-৬ বছরের একটি শিশুর হাতকড়া পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভ্রান্ত প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। ছবিটি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা।

শনিবার ওই ছবিটি শেয়ার করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও শহীদ আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামি পোমেল বড়ুয়া। ছবিটির বর্ণনায় তিনি লিখেছেন, ‘এ যেন দেশ মাতৃকার হাতে হাতকড়া।

একই ছবি শেয়ার করতে দেখা গেছে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অফিশিয়াল ফেসবুক পেজে। যেখানে ছবির বর্ণনায় বলা হয়েছে, ‘শিশুদের হাতে হাতকড়া কেন? এত ভয় কিসের মহাজন?’

অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ দাবি করছেন, একটি শিশুকে আটকের পর তার হাতে হাতকড়া পড়ানো হয়েছে।

তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানা গেছে, বাস্তবে বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। শিশুটির হাতে খেলনা হাতকড়া পড়িয়ে সেটিকে বাস্তব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে একটি গোষ্ঠী।

রিউমর স্ক্যানার তার প্রতিবেদনে জানায়, ভাইরাল ছবি কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজের ভাগিনার। ছবিটি সর্বপ্রথম তিনি ‘আসামির আদলে অভিনয় করেছে ভাগিনা’ ক্যাপশনে ফেসবুকে পোস্ট করেছিলেন। যা পরবর্তীতে বাস্তব দাবিতে প্রচার করা হয়।

অর্থাৎ একটি শিশুর খেলার ছবি ফেসবুকে ‘সত্য’ দাবিতে প্রচার করছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা।

যা সম্পূন্ন উদ্দেশ্যপ্রণোদিত।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ