ছুটির দিনে বাণিজ্য মেলায় ভিড়, বেড়েছে বেচাকেনা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২১, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছুটির দিনে বাণিজ্য মেলায় ভিড়, বেড়েছে বেচাকেনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ

 

শীতের মিষ্টি রোদের দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় লেগেছে উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেনে অনেকে। মেলার বিভিন্ন স্টলে বেচাকেনাও বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখা যায় এমন চিত্র।

সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দুপুরের আগ থেকে উল্লেখযোগ্যসংখ্যক দর্শনার্থী মেলায় প্রবেশ করছেন। ভিড় দেখা যায় প্রবেশ মুখে। টিকিট কিনতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় দর্শনার্থীদের। দুপুর গড়িয়ে বিকাল হতে থাকলে দর্শনার্থীদের সংখ্যা আরো বাড়তে থাকে। মেলায় আসা দর্শনার্থীরা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটাও করছেন।

তবে মেলার শুরুর দিকে দর্শনার্থীদের ভিড় তেমন একটা ছিল না। দিন যত গড়াচ্ছে দর্শনার্থীদের চাপ ততো বাড়ছে। ঢাকার আশেপাশের লোকজনেরই বেশি আগমন ঘটে বাণিজ্য মেলায়। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভারের লোকজন বেশি বলে দাবি ব্যবসায়ীদের।

এবার মেলায় প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিট মূল্য ৪০ টাকা হলেও বাচ্চাদের জন্য অর্ধেক রাখা হয়েছে।

ছুটির দিনেরর সকালেই মেলায় এসেছেন সীমান্ত। সঙ্গে তার স্ত্রী রওসন আরা ও ৭ বছরে ছেলে হৃদয়। সীমান্ত বলেন, সকাল সকাল এসেছি কারণ বিকেলে খুব ভিড় হয়। যেহেতু ছটিওর দিন, বিকেল বিকেল চলে যাবো। আপাতত ঘুরে ঘুরে মেলা দেখছি।

মেলায় আসা আরেক দর্শনার্থী সৌরভ বিশ্বাস বলেন, আগে ভালো ছিলো, এখন মেলাটা এক পাশে হয়ে গেছে। আমার বাসা মুহাম্মদপুর, আগারগাঁও থাকতে প্রতিদিনই মেলায় যাওয়া হতো। কিন্তু এ বছর মেলার আজ ২০তম দিন, এখন আসলাম। আগারগাঁওয়ে তুলনায় এখানে মানুষ নেই বললেই চলে।

বাণিজ্য মেলার এক স্টলের ম্যানেজার রায়হান উদ্দিন বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলায় ক্রেতাদের ভিড় অন্যদিনের তুলনায় অনেক বেশি। আমাদের স্টলে হোম অ্যাপ্লায়েন্স বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি ফ্রিজ, মোটরসাইকেলও বিক্রি করছি। আশা করছি বিক্রি আরো বাড়বে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ