প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৫৭, বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৯, ২০২৪ ২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৯, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে যেভাবে নির্বাচনের আগে বিরোধীদলের শীর্ষ নেতাসহ ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিলো, যেভাবে একটি স্বৈরশাসক সৃষ্টি হয়েছে একই কায়দায় পাশ্ববর্তী রাষ্ট্রেও দেখলাম বিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়াল, লালু প্রসাদ যাদবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে বিরোধী মতধারীদের। এদেশে যেভাবে বিরোধী নেতাদের ব্যবসা-বানিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে, দোকান-পাট দখল করা হয়েছে একই পথ অনুসরণ করছে পাশ্ববর্তী রাষ্ট্র।

তিনি বলেন, আজকে এই ফর্মুলা বাস্তবায়নের গুরু কে? শেখ হাসিনা নাকি মদি। কে গুরু, কে শিষ্য? আমারতো মনে হয় গুরু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি (প্রধানমন্ত্রী) আজ ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল।

রবিবার(২৮ এপ্রিল) বিকালে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে আয়োজিত পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী যে পদ্ধতি অনুসরণ করছেন, স্বৈরাচার থেকে ফ্যাসিবাদী, ফ্যাসিবাদী থেকে চরম ভয়ংকর মূর্তিতে পরিনত হয়েছেন। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আজ দেখতে পাচ্ছি ভারতের ক্ষমতাসীনরাও শেখ হাসিনা পথকে অনুসরণ করছেন। বাংলাদেশে নির্বাচনে আগে যেভাবে বিরোধী নেতাকর্মীদের উপর অত্যাচার চালানো হয়েছিলো, একাউন্ট জব্দ করা হয়েছিলো একই কায়দায় সেখানেও (ভারত) সে দমননীতি চলছে। সেজন্য বলছি গুরু হচ্ছে শেখ হাসিনা আর মদি শিষ্য।

তিনি বলেন, স্বৈরতন্ত্রের প্রতীক হয়ে শেখ হাসিনা যেভাবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ যারা ক্ষমতা চিরস্থায়ী করতে চায়, বিরোধীদলকে দমন করতে চায়, স্বাধীনতাকে রুদ্ধ করতে চায় তারা এখন শেখ হাসিনাকে তাদের দার্শনিক হিসেবে জানছেন। তাদের নেতা হিসেবে জানছেন।

তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সভাপ‌তি‌ত্বে তাঁতীদলের যুগ্ম আহবায়ক গোলাম মাওলা খান বাবলুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাতীদ‌লের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, কামরুজ্জামান দুলাল, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাঃ জাহিদুল কবির, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান তারেক, ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম রানা, সামসুন নাহার, হান্নান খান, আবুল কালাম মাস্টার, শুক্কুর মাহমুদ, আব্দুল আউয়াল সেন্টু, মন্জুরুল আলম, ওয়াদুদ খান, ঢাবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজ, ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ডাঃ মুশফিক-সহ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com