যে কারণে ইউরোপের ঐক্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে, জানাল এস্তোনিয়া - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৯, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যে কারণে ইউরোপের ঐক্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে, জানাল এস্তোনিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৮:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৮:৪২ পূর্বাহ্ণ

 

ইউক্রেনে রাশিয়ার হামলার পর আমেরিকা ও ইউরোপ জোটবদ্ধ হয়ে রুশদের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দেওয়া শুরু করে। প্রথম দিকে এই নিষেধাজ্ঞার ব্যাপারে এক হয়েছিল ইউরোপের বেশিরভাগ দেশ। কিন্তু এখন খোদ ইউরোপীয় দেশগুলোর মধ্যেই বড় ধরনের বিভেদ ও বিতর্ক শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপের ঐক্য ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস।

তিনি বলেছেন, নিষেধাজ্ঞা আমাদেরও ক্ষতি করা শুরু করেছে।

এ ব্যাপারে লন্ডনে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি পর্যায়ে আছি যখন নিষেধাজ্ঞা আমাদেরও ক্ষতি করা শুরু করেছে।

তিনি আরও বলেন, প্রথমে নিষেধাজ্ঞা শুধুমাত্র রাশিয়ার জন্য কঠিন ছিল। কিন্তু আমরা এমন একটি পর্যায়ে যাচ্ছি যখন নিষেধাজ্ঞা আমাদের জন্যও যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন হল- আমরা কতটুকু যন্ত্রণা সহ্য করতে পারব। বিভিন্ন দেশের জন্য এটি কঠিন। একতা ধরে রাখা খুব কঠিন। এটি কঠিন থেকে আরও কঠিন হচ্ছে উচ্চ মূদ্রাস্ফীতি এবং জ্বালানির দামের জন্য।

তিনি আরও বলেন, গ্যাস হয়তো উচ্চমূল্য হতে পারে। কিন্তু স্বাধীনতা সবচেয়ে মূল্যবান। স্বাধীন বিশ্বে বাস করা মানুষরা এটি বুঝতে পারে না।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ