রাজধানীতে হরতালের সমর্থনে অগ্নিসংযোগ, আটক ৩ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৮, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে হরতালের সমর্থনে অগ্নিসংযোগ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ১:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ১:১৫ পূর্বাহ্ণ

 

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ আগস্ট) রাত ১১টায় রাজধানীর পল্টন মোড়সহ বেশ কয়েক জায়গায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

ডিএমপির পল্টন থানা সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে পল্টন মোড়ে আগামীকাল (বৃহস্পতিবার) ডাকা বাম জোটের হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। এ মিছিল থেকে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করাসহ রাস্তায় গাড়ির টায়ারে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া গাড়িতে ভাঙচুর ও টায়ারে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে আটক তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, গাড়ি ভাঙচুরের খবর পেয়ে আমাদের থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, কয়েকটি টায়ারে আগুন জ্বলছে এবং গাড়ির ভাঙা কাঁচ রাস্তা পড়ে আছে।

তিনি আরও বলেন, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মিছিলকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় গাড়ি ভাঙচুর ও টায়ারে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে আটক করা হয়। তারা এখন থানায় রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ