সিলেট জেলা যুবদল নেতা মকসুদ রিমান্ডে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট জেলা যুবদল নেতা মকসুদ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ

 

সিলেট যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নাশকতার একটি মামলায় গত বুধবার নিজ বাড়ি থেকে গ্রেফতার হওয়া এই যুবদল নেতাকে পুলিশ ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে ১ দিন মঞ্জুর করেন আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবদুল মোমেন এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

এর আগে গত বুধবার (১৪ সেপ্টেম্বর) মকসুদ আহমদকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁওস্থ তার নিজ বাড়ি থেকে ভোররাতে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর একটি টিম। পরে ওইদিন বিকালে তাকে কোতোয়ালি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

তার আগে গত ১০ সেপ্টেম্বর মকসুদ আহমদ জেলা যুবদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ